ঢাকা শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

প্রতিপক্ষের হামলায় যুবদল কর্মী নিহত

প্রতিপক্ষের হামলায় যুবদল কর্মী নিহত

স্থানীয় দ্বন্দ্বের জের ধরে জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিপক্ষের হামলায় ইয়ানুল হোসেন (৩০) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন।

গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে পাঁচবিবির শালাইপুর ঢাকারপাড়া রাস্তার মোড়ে হামলার এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার ছোট ভাই আব্দুল মোমিন আহত হয়েছেন। তাদের বাড়ি পাঁচবিবি উপজেলার স্থানীয় ছালাখুর গ্রামে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান এ তথ্য জানিয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার রাতে পাঁচবিবির ঢাকারপাড়া রাস্তার মোড়ে ইয়ানুল ও তার ভাইয়ের ওপর প্রতিপক্ষরা হামলা করে। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইয়ানুল নিহত ও তার ভাই মোমিন আহত হয়। এলাকার দ্বন্দ্বের জের ধরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত