
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শতাব্দী ক্লাবের আয়োজনে গতকাল শুক্রবার বাদ জুমা নামাজ শেষে মুন্সীগঞ্জ পৌর এলাকার শ্রীপল্লী অস্থায়ী খেলার মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সামাজিক সংগঠন শতাব্দী ক্লাবের সভাপতি রাশদুল হাসান রাজন, সহ-সভাপতি মো. শামিম, সদস্য পলাশ মাহমুদ, স্থানীয় মসজিদের ইমাম নূরে আলমসহ স্থানীয় ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলের আগে সভাপতি রাশদুল হাসান রাজনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন ও সাহসী রাজনৈতিক নেত্রী। তার সমগ্র রাজনৈতিক জীবনজুড়ে তিনি দেশের মানুষের কল্যাণ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন।