ঢাকা রোববার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সার ডিলারকে এক লাখ টাকা জরিমানা

সার ডিলারকে এক লাখ টাকা জরিমানা

শেরপুরের নালিতাবাড়ীতে ভেজাল সার বিক্রির দায় আবু সালেহ নামে এক খুচরা সার ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল শনিবার উপজেলার সন্ন্যাসীভিটা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিনের নেতৃত্বে অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এবং পুলিশ সদস্যরা অংশ নেন।

জানা গেছে, সন্ন্যাসীভিটা বাজারে অনুমোদনবিহীনভাবে অনলাইনে ক্রয়কৃত ভেজাল ডিএপি সার বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

পরে ওই বাজারের খুচরা সার ডিলার আবু সালেহের দোকান থেকে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা ১০ বস্তা ভেজাল ডিএপি সার জব্দ করা হয়।

পরে ওই ডিলারকে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৭(২) ধারার বিধান মোতাবেক ১ লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ সার ঘটনাস্থলেই বিনষ্ট করে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন জানান, ‘কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং ভেজাল সার বাজারজাতকরণ’ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত