
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে রুহুল আমিন দুলালকে আহ্বায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশিত হয়। কমিটিতে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রুহুল আমিন দুলালকে আহ্বায়ক করে ও অন্যান্য সবাইকে সদস্য করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।