ঢাকা সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

আইনশৃঙ্খলা বিষয়ক সভা

আইনশৃঙ্খলা বিষয়ক সভা

দিনাজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ (কাঞ্চন-১) জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন- দিনাজপুর জেলা প্রশাসক ও দিনাজপুর জেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপি এম। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রিয়াজ উদ্দিনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-কে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও দিনাজপুর জেলা পুলিশ সর্বোচ্চ পেশা দায়িত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা এবং প্রযোজ্য আইন-বিধি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত