
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টায় নলতা হক মার্কেট এলাকায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্যোগ নেন বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মো. জাহিদুল হক (নলতা শরীফ)। এ সময় এলাকার চার শতাধিক অসহায় ও প্রান্তিক মানুষের মাঝে নতুন ও উপযোগী কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ড. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ ও প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মো. ইউসুফ, প্রাক্তন ইউপি সদস্য ও চ্যানেল চেয়ারম্যান আজমিরুজ্জামান আজমির, খান বাহাদুর আহ্ছানউল্লাহ হাউজের মেক্ষ খুরশিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি জিল্লুর রহমান এবং সাংবাদিক গাজী হাবিব। এছাড়াও উপস্থিত ছিলেন কালিগঞ্জ ক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংবাদিক ফজলুল হক, শিমুল হোসেন, সাংবাদিক হাফিজুর রহমান, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মীর জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক মামুন বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সদস্য লতিফুর রহমান, সাংবাদিক আবুল কালাম বিন আকবারসহ সাগর, রোহান, তুর্য, এনামুল, শাহনেওয়াজ ও এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অন্ধ হাফেজ শাহাদাত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন সমিতির সভাপতি মোহাম্মদ ফজর আলী মিস্ত্রি।
স্থানীয়রা এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, শীতের এই সময়ে দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ অত্যন্ত সহায়ক ও প্রশংসনীয়। সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কর্মকাণ্ডে আরও এগিয়ে আসা উচিত বলে তারা মত প্রকাশ করেন।