ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

স্বেচ্ছাশ্রমে দুটি ব্রিজ নির্মাণ করলেন প্রবাসী যুবদল নেতা

পিরোজপুর
স্বেচ্ছাশ্রমে দুটি ব্রিজ নির্মাণ করলেন প্রবাসী যুবদল নেতা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধনীসাফা ও মিরুখালী ইউনিয়নে আলগীপাতা কাটা বাজার সংলগ্ন ব্রিজটির বেহালদশা থাকার কারণে এআর মামুন খানের নিজ অর্থায়নে ৭৫ ফুট দীর্ঘ একটি কাঠের ব্রিজ নির্মাণ করেছেন। এতে ২ ইউনিয়নে ৭ গ্রামের অন্তত ৮-১০ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। তাছাড়া নাগ্রাভাঙ্গা মাদ্রাসা সংলগ্ন ২৫ ফুট লম্বা একটি ব্রিজ নির্মাণ করেন।

গতকাল সোমবার ব্রিজ ২টি উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এআর মামুন খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক ওহিদুজ্জামান মিল্টন, উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব তাহসিন জামাল রুমেল, জেলা ছাত্রদলের সবেক সহ-সভাপতি ইমরান হোসেন মনি, ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।

প্রায় ৬ বছর আগে প্রাকৃতিক দুর্যোগে ব্রিজটির পাটাতন ক্ষতিগ্রস্ত হয় আলগীপাতা কাটা ও ফুলজুড়ি সংযোগ ব্রিজ। অনেক বছর গেলেও কোনো জনপ্রতিনিধি ব্রিজ উন্নয়নে কাজ করেনি। এরপর থেকে বিভিন্ন সময়ে পাটাতনের রড ও সিমেন্টের তৈরি স্ল্যাবগুলো ভেঙে যেতে থাকে। স্থানীয়রা কাঠের তক্তা দিয়ে চলাচল করলেও সেগুলো নষ্ট হয়ে যায়। ভেঙে যাওয়ায় সুপারি গাছ বিমের ওপর দিয়ে পায়ে হেটেই পার হতো এখানকার মানুষ। দীর্ঘদিন মেরামত না হওয়ায় এভাবেই লোকজন চলাচল করে আসছে। আলগীপাতা কাটা বাজারের সাথে একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি প্রাইমারি বিদ্যালয়, একটি মাদ্রাসার শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার হত। এছাড়া নাগ্রাভাংগা দাখিল মাদ্রাসার পিছনের বাদুরা খালের উপরে কাঠের ব্রিজের অবস্থা খুবই খারাপ মানুষ চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত