ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ স্টাডিজ বিভাগের নবীন বরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ স্টাডিজ বিভাগের নবীন বরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের নবীন বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল সোমবার বিকাল ৩টায় বিভাগের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, নতুন হওয়ায় এ বিভাগের নানা সীমাবদ্ধতা ছিল। তবে বর্তমান সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন দায়িত্ব নেওয়ার পর সিলেবাস প্রণয়নসহ একাডেমিক নানা কাজে দারুণ উন্নতি ঘটেছে। সামনে আশা করি আরও উন্নতি হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে সুবর্ণ সুযোগ তোমরা পেয়েছো, তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। যোগ্যতা, দক্ষতার মাধ্যমে নিজেকে বিভাগের এম্বাসাডর হিসাবে গড়ে তুলতে হবে। তোমাদের জ্ঞানের আলো দিয়ে নিজেকে বিকশিত করতে হবে। তোমরা মনোযোগ, অধ্যবসায় ও সৃজনশীলতা দিয়ে নিজেদের প্রস্তুত করো। আর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা এই বিভাগের গৌরব, তোমাদের সাফল্যই পরবর্তীদের জন্য প্রেরণা হবে। তোমাদের সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। এই বিভাগের নাম যেন তোমাদের মাধ্যমে আরও সমৃদ্ধ হয়, সেই দোয়া রইলো।

বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, শুরুতে ভঙ্গুর অবস্থায় থাকলেও বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধ একটি বিভাগে পরিণত হয়েছে বাংলাদেশ স্টাডিজ বিভাগ। বাংলাদেশ সম্পর্কে ভালোভাবে জানার জন্য, বুঝার জন্য এ বিভাগের গুরুত্ব অপরিসীম। আর যারা সফলতার সাথে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেছে, তাদের অভিনন্দন। তিনি শুধুমাত্র চাকরির পিছে না দৌঁড়ে উদ্ভাবনী হওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে তোমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ জাতির প্রতি তোমাদের দায়বদ্ধতা রয়েছে। হতাশ না হয়ে প্রতিটা মুহূর্ত কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। তিনি সকল শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন সবাইকে ধন্যবাদ জানান। বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মুহাম্মদ মুনতাছির মোহাইমেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক তৈয়বা খানম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক হাসনাইন ইন্তেফাজ ও সাহানা পারভীন, প্রভাষক মো. ইউসুফ, মো. নুর নবী, সাঈদা নুসরাত ও শিক্ষার্থীবৃন্দ। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত