ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ার রেলওয়ে স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে। বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, গত রোববার রাত সাড়ে নয়টার সময় বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা কলেজ ট্রেনটি গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছায়। প্রতিদিন বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগিতে পরিস্কার-পরিচ্ছনতার কাজ করা হয়। এই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলাকালে রেলওয়ের ঝাড়ুদাররা ট্রেনের শেষ বগিতে ওই বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে। বিষয়টি তাৎক্ষণিকভাবে বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এব্যাপারে বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যদের কাছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত