ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ

ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে ট্রাকভর্তি ধানের তুষের নিচ থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্সসহ গাঁজা জব্দ করেছে। যার সিজার মূল্য প্রায় ৬২ লাখ টাকা।

গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সীমান্ত হতে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় মহাসড়কে কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে। পরবর্তীতে ১টি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়। ট্রাকটি তল্লাশি করে ধানের তুষ ভর্তি বস্তার নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পরিবহনকালে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিকস পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ভারতীয় অবৈধ কসমেটিকসগুলো জব্দ করা হয়। এছাড়াও, জেলার চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির বিশেষ টহলদল সীমান্ত হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসপাড়া রাবার নামক স্থান হতে তল্লাশি পরিচালনা করে ঝোপঝাড়ের মধ্যে লুকানো অবস্থায় মালিকবিহীন ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয়। জব্দ ভারতীয় মাদক ও চোরাইপণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত