ঢাকা রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

শীতে বাড়ছে জনদুর্ভোগ দরিদ্রদের ত্রাণ বিতরণ করুন

শীতে বাড়ছে জনদুর্ভোগ দরিদ্রদের ত্রাণ বিতরণ করুন

গত কয়েক বছরের মতো এবারও প্রকৃতিতে দেরিতে শীতের আগমন ঘটেছে। বর্তমানে দেশের সাত জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। জানা যায়, শৈত্যপ্রবাহ অনেক জায়গায় অব্যাহত থাকতে পারে। পৌষের হাড়কাঁপানো শীতে সবচেয়ে খারাপ অবস্থা বিরাজ করছে দেশের উত্তরাঞ্চলে। দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির ঘরে। গতকাল চুয়াডাঙ্গায় ৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ছিল দেশে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েকদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহণ এবং সড়ক যোগাযোগব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কাজেই এ সময় সড়ক-নৌপথে এবং বিমান চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে।

জানা যায়, এ বছর দেশে একাধিক মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। কাজেই পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে থেকেই যথাযথ প্রস্তুতি নিতে হবে। এখন ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশের বিভিন্ন জনপদ। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে ছিন্নমূল, অসহায় ও খেটে খাওয়া মানুষ। শহরাঞ্চলের বাইরে গ্রামীণ এলাকায় শীতের তীব্রতা বেশি। শৈত্যপ্রবাহের কারণে পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেক হতদরিদ্র মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন।

বস্তুত তীব্র শীতের কারণে সারা দেশের নিম্ন আয়ের মানুষকেই খুব কষ্টে দিনযাপন করতে হচ্ছে। শীত নিবারণের সুযোগ ও সামর্থ্য যাদের কম, তারা কম শীতেও কাবু হয়ে পড়ে। এছাড়া পুষ্টিহীনতার কারণে হতদরিদ্রদের মধ্যে অনেকের রোগ-প্রতিরোধ ক্ষমতাও কম। ফলে তারা শীতজনিত বিভিন্ন রোগে সহজেই আক্রান্ত হন। বিশেষজ্ঞদের মতে, শীত মৌসুমে কয়েক ধরনের ভাইরাস অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে। তাতে দরিদ্র মানুষের দুর্ভোগ বেড়ে যায়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র, খাদ্য ও ওষুধসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া দরকার। হাড়কাঁপানো শীতে দরিদ্র মানুষের দুর্ভোগ যাতে আর না বাড়ে, সেজন্য সরকারিভাবে পর্যাপ্ত সহায়তা প্রদানের উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক দলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উচিত অতীতের মতোই দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত