ঢাকা ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

বছরের শুরুতেই সিঙ্গাপুর মাতিয়ে এলেন লিলিন

বছরের শুরুতেই সিঙ্গাপুর মাতিয়ে এলেন লিলিন

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় গায়িকা লিলিন মুন। ২০২৫-এর শুরুটাই যেন তার বেশ ভালোভাবে কাটলো। কারণ নতুন বছরের শুরুটাই হয়েছে তার দেশের বাইরে স্টেজ শোতে গানে গানে। চলতি বছরের শুরুতেই লিলিন তার স্বামী ফটোগ্রাফার শিথিল রহমানকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে গিয়েছিলেন একটি স্টেজ শোতে পারফর্ম করতে। সিঙ্গাপুরে একটি নিউইয়ার সেলিব্রেসন প্রোগামে সঙ্গীত পরিবেশ করতে যান লিলিন। সেখানে বিশেষত প্রবাসী বাংলাদেশীদের ভালোবাসা নিয়েই দেশে ফিরেছেন লিলিন। লিলিন জানান, সেখানে তিনি শ্রোতাদের শুরুতেই যে গানটি শোনান সেটি হলো ‘চিঠি কেন আসে না’। এই গানটি শোনানোর অবশ্য একটি কারণ আছে। রুনা লায়লার গাওয়া এই গানটি কিছুদিন আগে তিনি কাভার কর অনুপম মিউজিক’র ব্যানারে প্রকাশ করেছেন। গানটি প্রকাশের পর থেকে লিলিন যখন যেখানে শোতে গিয়েছেন এই গানটি গেয়েছেন। যে কারণে সিঙ্গাপুরে নতুন বছরের প্রথম অনুষ্ঠানে রুনা লায়লার প্রতি শ্রদ্ধা জানিয়েই লিলিন ‘চিঠি কেন আসেনা’ গানটি পরিবেশন করেন। এরপর একে একে লিলিন শ্রোতা দর্শককে গেয়ে শোনান ‘বুক চিনচিন’, ‘দুষ্টু কোকিল’, ‘পাঙ্খা’, ‘দুষ্টু পোলাপাইন’, ‘বন্ধু তুমি কই’, ‘রূপবান’, ‘দোলা দে’ ও ‘মন ভাসাইয়া দে প্রেমের সাম্পানেসহ আরো বেশকিছু গান। মূলত ফোক গান পারফর্মেই অনবদ্য লিলিন। লিলিন বলেন, ‘আলহামদুলিল্লাহ, শিথিলের সঙ্গে বিয়েল পর এটা ছিল আমাদের প্রথম বিদেশ সফর। যে কারণে সময়টা যেমন দারুণ কাটলো, সেই সাথে শোটাও ছিল জমজমাট। দেশের বাইরে প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের গানে গানে মুগ্ধ করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক অনেক ভালোলাগার। ধন্যবাদ এই অনুষ্ঠানের আয়োজকসহ সব দর্শকের প্রতি। ধন্যবাদ শিথিলকেও আমার পাশে থেকে সবসময় আমাকে অনুপ্রেরণা দেবার জন্য।’ এদিকে দেশে ফিরেও লিলিন এরই মধ্যে নারায়ণগঞ্জসহ ঢাকায় একটি প্রতিষ্ঠানের তিনটি ও একই প্রতিষ্ঠানের আরো একটি শো সিলেটে সম্পন্ন করেছেন লিলিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত