এই প্রজন্মের আলোচিত ও শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শেখ সাদী। তার বেশকিছু মৌলিক গান এরইমধ্যে দারুণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। আর এখন শেখ সাদীর নতুন গান মানেই শ্রোতা দর্শকের মাঝে বিশেষত এই প্রজন্মের গানপ্রেমী শ্রোতা দর্শকের কাছে ভালোলাগার মতো গান। শেখ সাদীর কণ্ঠে প্রকাশিত সর্বশেষ মৌলিক গান ছিলো ‘একশোতে ১০০’। ‘শেখ সাদী’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানটি এরইমধ্যে ৪৩ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন মাত্র তিন মাসেই। এই গানের কথা ও সুর শেখ সাদীর নিজেরই। তবে এরইমধ্যে যে গান নিয়ে শেখ সাদীর শুরু থেকেই আরো বেশি প্রত্যাশা ছিলো সেই গানটির শিরোনাম হলো ‘কুফা’। এই গানটিও গেলো ২৯ জানুয়ারি প্রকাশিত হয়েছে ‘শেখ সাদী’ ইউটিউব চ্যানেলেই। গানটি লিখেছেন শেখ সাদী, রিদিমস্টা, লুনাটিক্স ভিয়ার। এ তিনজনই গানটিতে কণ্ঠ দিয়েছেন। গানটির মিউজিক প্রোডাকশন করেছেন তানভীর আহমেদ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন টিমসাদী। গানটি ইউটিউবে প্রকাশের পর শ্রোতা দর্শকরা আগ্রহ নিয়ে গানটি উপভোগ করছেন। গানটি প্রসঙ্গে শেখ সাদী বলেন, ‘কিছুদিনর আগে আমার কণ্ঠে প্রকাশিত একশোতে ১০০-ও জন্য গানটি প্রকাশের শুরু থেকেই অবিস্মরণীয় সাড়া পেয়ে আসছি। এই গানটির জন্য এখনো প্রতিনিয়ত সাড়া পাচ্ছি। তবে যেহেতু কুফা গানটি মাত্র প্রকাশিত হয়েছে, আরো দুই তিন দিন যাক, তখন বুঝতে পারবো এই গানের প্রতি শ্রোতা দর্শকের আগ্রহ কিংবা ভালোলাগাটা কেমন।