বাংলাদেশের সিনেমার ভুবনে নায়িকা হিসেবে অভিষেক হয়েছিলো তানিন সুবহার। সায়মন তারিক পরিচালিত ‘মাটির পরী’ সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে। এই সিনেমায় তানিন সুবহার নায়ক ছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। ২০১৬ সালের ১ জানুয়ারি মুক্তি পেয়েছিলো ‘মাটির পরী’ সিনেমাটি। দেখতে দেখতে সিনেমার ভুবনে তানিন সুবহার নয় বছর হয়ে গেলো। তবে চলার পথে তার অভিনীত প্রথম সিনেমার প্রথম নায়ক সাইমনের সাথে কখনো দূরত্ব বাড়েনি। বরং পেশাগত জায়গা থেকে কিংবা বন্ধুত্বের জায়গা থেকে তাদের মধ্যে সম্পর্কটা চমৎকার। এদিকে আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে সাইমন সাদিক অভিনীত বদিউল আলম খোকন পরিচালিত ‘দায়মুক্তি’ সিনেমাটি। এই সিনেমাতে আরো অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, সুব্রত, সুচরিতাসহ আরো অনেকে। সিনেমাটির জন্য সুদূর আমেরিকা থেকে শুভ কামনা জানিয়েছেন চিত্রনায়ক সাইমন। সাইমন সাদিক বলেন, ‘দায়মুক্তি সিনেমার গল্পটা ভীষণ আবেগের। পারিবারিক গল্পের সিনেমা এটি। সরকারি অনুদানে জসীম ভাই সিনেমাটি প্রযোজনা করেছেন। খোকন ভাই ভীষণ যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। সবচেয়ে বড় কথা হলো এই সিনেমায় আবুল হায়াত স্যার, দিলারা ম্যাডাম, সুচরিতা ম্যাডামের মতো কিংবদন্তী শিল্পীরা অভিনয় করেছেন। তাদের সঙ্গে অভিনয় করার সুযোগ হলো। অনেক কিছুই আসলে শেখার সুযোগ হলো। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বদিউল আলম খোকন স্যার ও জসীম ভাইকে। দর্শককে বলবো আপনারা হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’ তানিন সুবহা বলেন, ‘সাইমন আমার খুব ভালো একজন বন্ধু। তার জন্য সবসময়ই আমার দোয়া, শুভ কামনা। আমরা একসঙ্গে প্রথম মাটির পরী সিনেমাতে অভিনয় করেছিলাম। প্রথম সিনেমা থেকেই আমাদের সম্পর্কটা বন্ধুত্বের। চলতি বছরের শুরতে তার অভিনীত নতুন সিনেমা দায়মুক্তি মুক্তি পাচ্ছে।