ঢাকা ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

বাপ্পার জন্মদিনে বড় ভাই পার্থর আশীর্বাদ

বাপ্পার জন্মদিনে বড় ভাই পার্থর আশীর্বাদ

বাংলাদেশের নন্দিত জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার। তারই কণ্ঠে ক’দিন আগেই ‘এক নির্ঝরের গান’-এ প্রকাশ পেলো ‘কেন হাতের মুঠোর’ শিরোনামের একটি গান। ‘যেট আমাদের নিজের মতোন’ অ্যালবামের একটি গান এটি। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন এনামুল করিম নির্ঝর। মিউজিক ডিজাইন করেছেন সৈয়দ কামরুজ্জামান সুজন। গানটি ‘গানশালা ইকেএনসি’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পর থেকেই শ্রোতা দর্শকের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছেন বাপ্পা মজুমদার। এই ধরনের গানের আলাদা শ্রোতা দর্শক রয়েছে। যেখানে দেশ বিদেশে বাপ্পা মজুমদারের আলাদা শ্রোতা দর্শকও রয়েছে। তারাই প্রবল আগ্রহ নিয়েই এই গানটি শুনছেন, নিজেদের মতো করেই উপভোগ করছেন। এই গানের প্রথম দুটি লাইনই গানটি শোনার জন্য আরো আগ্রহী করে তুলে। গানের প্রথম দুটি লাইন হচ্ছে ‘কেন হাতের মুঠোর মধ্যখানে কলম মৃতদেহ, কেন আদালতের মন বিভাজন শুধুই সন্দেহ’। এদিকে আজ বাপ্পা মজুমদারের জন্মদিন। ঘরোয়াভাবেই তার জন্মদিন সাধারণত উদযাপন হয়ে থাকে। স্ত্রী ও কন্যাকে নিয়েই বাপ্পা মজুমদার যথারীতি এবারের জন্মদিন উদযাপন করবেন। বাপ্পা মজুমদারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার বড় ভাই প্রখ্যাত সঙ্গীত পরিচালক পার্থ মজুমদার বলেন, ‘আজ বাপ্পার জন্মদিন। আমাদের পরিবারের এক বিশেষ জায়গার তার অবস্থান। কারণ, বাপ্পার জন্ম হওয়ায় আমাদের বাবা মা আমাদের দিদির অকাল প্রয়াণ’কে কিছুটা ভুলে থাকার চেষ্টা করতে পেরেছিলেন। বাপ্পার জন্মদিনে আমার অনেক আশীর্বাদ, ও যেন সারাজীবন নিজের বিবেককে জাগ্রত রেখে চলতে পারে। ঈশ্বর তাকে যেন ভালো রাখেন। বহু কষ্ট করে বাপ্পা আজ তার নিজের একটি জায়গা করতে পেরেছে। সেটি আরো বিস্তৃত হোক, আরাে বড় হোক। শুভ জন্মদিন বাপ্পা, অনেক ভালো থাকো।’ এদিকে এরইমধ্যে বাপ্পা মজুমদারের সুর সঙ্গীতে রুনা লায়লা ‘অনায়াসে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। অবশ্য এবারই প্রথম বাপ্পা মুজমদার রুনা লায়লার সঙ্গে একটি দ্বৈত গান করারও সুযোগ পেলেন। রুনা লায়লার সঙ্গে গান গেয়ে ভীষণ উচ্ছ্বসিত বাপ্পা মজুমদার। গানটি সৈয়দ গালিবের লেখা। এই গান নিয়েও বেশ আশাবাদী বাপ্পা মজুমদার। শুভাশিস মজুমদার বাপ্পা ১৯৭২ সালে জন্ম নেন। তার বাবা সঙ্গীতজ্ঞ ওস্তাদ বারীণ মজুমদার এবং মা ইলা মজুমদার। তিনি একটি সঙ্গীত পরিবারের মধ্যে বেড়ে ওঠেন। বাবা-মা দুজনই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হওয়ায় তাকে বাড়ির বাইরে গান শিখতে যেতে হয়নি। তার সঙ্গীতের হাতেখড়ি হয় পরিবারেই। পরবর্তীকালে, সঙ্গীতজ্ঞ ওস্তাদ বারীণ মজুমদারের সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ‘মণিহার সঙ্গীত একাডেমী’তে তিনি শাস্ত্রীয় সঙ্গীতের উপর পাঁচ বছর মেয়াদি একটি কোর্স গ্রহণ করেন। ‘সত্তা’ চলচ্চিত্রের গানে সূর করার জন্য ২০১৯ সালে শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন বাপ্পা মজুমদার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত