ঢাকা ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

৫০০ পর্বের পথে তাদের ‘গোলমাল’

৫০০ পর্বের পথে তাদের ‘গোলমাল’

স্যাটেলাইট চ্যানেলে আরটিভিতে প্রচার চলছে গুণী নির্মাতা কায়সার আহমেদ পরিচালিত দীর্ঘ ধারাবাহিক নাটক ‘গোলমাল’। এই ধারাবাহিকেই একসঙ্গে অভিনয় করছেন গোলাম কিবরিয়া তানভীর, ইমতু রাতিশ ও সালহা খানম নাদিয়া। নাটকটিতে তানভীর অভিনয় করছেন আবির চরিত্রে, ইমতু রাতিশ অভিনয় করছেন মোঘল-এ আজম চরিত্রে এবং সালহা খানম নাদিয়া অভিনয় করছেন ছবি চরিত্রে। ধারাবাহিক এই নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন। এরই মধ্যে নাটকটির ৪৮০ পর্ব প্রচার সম্পন্ন হয়েছে। আর কিছুদিনের মধ্যেই নাটকটির ৫০০তম পর্ব প্রচার হবে। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত পরিচালক কায়সার আহমেদ। কায়সার আহমেদ বলেন, ‘আমি সবসময়ই এটা বলি যে শিল্পীদের আন্তরিক সহযোগিতায় আমি আমার পরিচালিত কাজগুলো ভীষণ আন্তরিকতা নিয়ে ভালোভাবে করতে পারি। অবশ্যই অভিনয় করা শিল্পীদের পেশা। কিন্তু পেশাদারীত্ব বজায় রেখে মন দিয়ে কাজ করাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। গোলমাল ধারাবাহিকে এখন পর্যন্ত যারা কাজ করেছেন তারা প্রত্যেকেই পেশাদার শিল্পী এবং ভীষণ আন্তরিকতা নিয়ে কাজ করেছেন। তা না হলে ধারাবাহিকটির এতোদূর পর্যন্ত আসা সম্ভব হতো না।’ সালহা খানম নাদিয়া বলেন, ‘কায়সার আহমেদ ভাই একজন ভালো মানুষ। তার নির্দেশনায় আমার ভীষণ পছন্দ। কায়সার ভাই জানেন তিনি কী চান। যে কারণে শিল্পীদের কাছ থেকে তিনি সহজেই চরিত্রানুযায়ী অভিনয় আদায় করে নিতে পারেন।’ তানভীর বলেন, ‘কায়সার ভাই ভীষণ গুণী নির্মাতা। তারসঙ্গে কাজ করাটা আমি দারুণ উপভোগ করি।’ ইমতু রাতিশ বলেন, ‘কায়সার ভাই এমনই একজন পরিচালক যার সঙ্গে কথা বলা যায় ভীষণ স্বাচ্ছন্দ্যতা নিয়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত