ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

যেতে হবে বহুদূর : পূজা

যেতে হবে বহুদূর : পূজা

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। বড় পর্দার পাশাপাশি তিনি নাম লিখিয়েছেন ওটিটিতেও। দুই জায়গায় রয়েছে তার ব্যস্ততা। বসন্ত উৎসব উপলক্ষে বর্তমানে তিনি আছেন মালয়েশিয়া। সেখানে বাংলাদেশের একটি স্যাটেলাইট চ্যানেল তার জন্য নৈশভোজের আয়োজন রাখে। এর পর উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পূজা। যেখানে নিজের বিয়ে ও ক্যারিয়ার নিয়ে কথা বলেন। পূজা মনে করেন, অভিনয় ক্যারিয়ারের এখন তিনি সুন্দর সময়ে আছেন। তাই আপাতত অভিনয়ের প্রতি মনোযোগী থাকতে চান।

কাজ করতে চান ভিন্ন ভিন্ন চরিত্রে, যা নিয়ে তিনি বলেন, ‘আমি একজন অভিনেত্রী। আমার ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক। গণমাধ্যমের বরাতে তারা জানতে চান কবে আমি বিয়ে করছি। তাদের উদ্দেশে আমি বলব, পূজা এখনই বিয়ে করছে না। বিয়ে করলেই তো জীবনের একটা পার্ট শেষ হয়ে গেল। আগে নিজের ক্যারিয়ার সেটেল করি। তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে। আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চাই। আমার কাছে মনে হয়, আমি এখনো সেটেল নই। আরো অনেকদূর পাড়ি দিতে হবে, যেতে হবে বহুদূর। বহুদূর না গিয়ে বিয়েটা করে ফেললে মাঝপথেই তো আটকে গেলাম।’ এ সময় উপস্থিত সাংবাদিকদের নিজের অভিনয়ের শুরুর গল্পটা সম্পর্কেও জানান। পূজা বলেন, ‘ছোটবেলায় বিভিন্ন সিনেমায় বাচ্চাদের ডায়ালগ দেখে আয়নার সামনে গিয়ে প্র্যাকটিস করতাম। আমার মা-বাবা বলত, ও কিছু একটা হবে। তখন আসলে কেউই জানত না যে আমি চলচ্চিত্রে কাজ করব। শৈশবটা ওরকমই কেটেছে। আর কিশোরী হওয়ার পর তো শিশুশিল্পী হিসেবে জার্নিটা শুরু, আর এখন নায়িকা।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত