বাংলাদেশের ডিজেইং জগতে সেরা নাম ডিজে রাহাত। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে তিনি ডিজেইং করে যাচ্ছেন বেশ সুনামের সঙ্গে। কিছুদিন আগে তিনি বাংলাদেশের প্রচলিত ত্রিশটি ফোক গান ডিজে পার্টিতে উপস্থাপনের জন্য ড্যান্স ফরম্যাটে করেছেন। তবে এবার আরো একটি মাইলফরক কাজ তিনি করেছেন।
তা হলো, ডিজে রাহাত তার নিজের পরিকল্পনায়, তত্ত্বাবধানে ও পরিচালনায় বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একশত জন শিল্পীকে দিয়ে নতুন মিউজিক অ্যারেঞ্জম্যান্টে (পিয়ানো ও ডাবস্টেপের মিশেলে) ফোক, বাউল গান (বাংলাদেশের শিল্পীদের গাওয়া জনপ্রিয় গান) কাভার সং হিসেবে নতুন করে গাওয়ানোর পর তা মাত্র একদিনে অর্থাৎ একশত গান একদিনেই মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন করেছেন। একশত গানের মিউজিক অ্যারেঞ্জম্যান্টে ছিলেন শান সায়েক ও আদিব কবির। ডিজে রাহাতের মিউজিক্যাল প্রজেক্ট ‘ই-পিয়ানোর সঙ্গে এই প্রজেক্টে যুক্ত আছে ‘মিউজিক আলফা’। এই প্রজেক্টে যে একশত শিল্পী গান গেয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন লুইপা, ঝিলিক, ইউসুফ, পারভেজ সাজ্জাদ, খায়রুল ওয়াসী, কামরুজ্জামান রাব্বি, পূজা, সাব্বির জামান, নূরজাহান আলীম, আনিকা, মুহিন খান, লুৎফর হাসান, পলাশ, তানভীর আলম সজীব, মিলন মাহমুদসহ আরো ৮৫ জন শিল্পী। ডিজে রাহাত জানান, তার নিজের ইউটিউব চ্যানেল ‘ডিজে রাহাতসহ শান সাইক’, ‘আদিব কবির’, ‘মিউজিক আলফাসহ প্রত্যেক শিল্পীর ইউটিউব চ্যানেলে গানগুলো প্রকাশ পাবে। যেসব শিল্পীর ইউটিউব চ্যানেল নেই তাদের ইউটিউব চ্যানেল খুলে তাতেও গানগুলো প্রকাশ করা হবে।