
বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর আগামী ১১ মে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘মা পদক ২০২৫’ এ ভূষিত হতে যাচ্ছেন। বাংলাদেশের বহু নাটকে ও চলচ্চিত্রে মায়ের ভূমিকায় অভিনয় করে তিনি এদেশের কোটি কোটি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। এখন চলচ্চিত্রে তাকে না দেখা গেলেও নাটকে মাঝে মাঝে তাকে দেখা যায়।
২০২২ সাল থেকে নিয়মিতভাবে প্রতিবছর ‘মা পদক’ প্রদান করা হয়ে আসছে। এই ‘মা পদক’র প্রধান উদ্যোক্তা সাংবাদিক অভি মঈনুদ্দীন। ‘আলী-রূপা ফাউণ্ডেশন’র উদ্যোগে ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’-এর আয়োজনে ‘মা পদক ২০২৫’-এ ভূষিত হওয়া প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা’সহ বাংলাদেশের বহু সংগঠন থেকে আমি বহুবার পুরস্কৃত হয়েছি। কিন্তু চলচ্চিত্রে কিংবা নাটকে মায়ের চরিত্রে অভিনয়ের জন্য কখনও এমন পুরস্কারে ভূষিত হইনি আমি।
যে কারণে এই পুরস্কারটি আমার কাছে বিশেষ গুরুত্বের সঙ্গেই বিবেচিত হচ্ছে। যারা আমাকে এই আয়োজনে পুরস্কার তুলে দেওয়ার জন্য চূড়ান্ত করেছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সারাটা জীবন আমি অভিনয়ই করে গেছি।
যখন যে কাজটি করেছি মন দিয়েই করার চেষ্টা করেছি। কোনো কাজ করে কী সম্মানী পাব, সেটা নিয়ে কখনও ভাবিনি আমি। শুধু ভাবনায় ছিল, আমাকে যে চরিত্রটি দেওয়া হয়েছে, তাতে যেন ঠিকঠাক মতো অভিনয়টা করে যেতে পারি। এদেশের কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি আমি শুধু অভিনয় করেই।