
এ দেশের ব্যান্ডসংগীতে নারীদের মধ্যে যারা মঞ্চ মাতিয়ে শ্রোতার মন জয় করেছেন, তাদের মধ্যে অন্যতম মিলা ইসলাম। তার গান এখনও শ্রোতাদের মুখে ফেরে। স্টেজ শো ও নতুন গানে বহুবার নিজেকে প্রমাণ করেছেন দেশের এই জনপ্রিয় পপতারকা। ২০১৭ সালে পরিবারের পছন্দে বিয়ে করেন পাইলট এস.এম. পারভেজ সানজারিকে। বিয়ের এক বছরে ঘুরতেই স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবি, মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ তোলেন মিলা। ২০১৮ সালের তাদের বিচ্ছেদ হয়। এরপর আর বিয়ে করেননি জনপ্রিয় এ সংগীতশিল্পী। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মিলা বলেন, ‘আমি আমার জন্য ছেলে খুঁজে পাচ্ছি না!’ বিচ্ছেদের সাত বছরে পেরিয়ে গেলেও কেন ছেলে খুঁজে পাচ্ছেন না তাও জানিয়েছেন। তার ভাষ্য, ‘দুইটা কারণ হতে পারে। এক আমি আবারও কাজে ব্যাক করেছি, দ্বিতীয় নিজে নিজে খুঁজে প্রেম করা আমার জন্য কষ্টসাধ্য কারণ সময় দিতে পারি। সত্য বলতে বিয়েটা জরুরি না। এই মুহূর্তে একজন জীবনসঙ্গী দরকার যে আমাকে বুঝবে।’ কেমন ছেলে পছন্দ এই কণ্ঠশিল্পী সে বিষয়ে তিনি বলেন, ‘সুদর্শন হতে হবে। তবে যে আমার জীবনসঙ্গী হবে তাকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে, বন্ধু সুলভ হতে হবে, আমার জন্য মায়া থাকতে হবে। আর অবশ্যই পশুপাখির জন্যও মায়া থাকতে হবে।’