ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সাকিব-সাবিলা এখন শ্রীলঙ্কায়

সাকিব-সাবিলা এখন শ্রীলঙ্কায়

শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। ছুটে যাচ্ছেন দেশ-বিদেশে। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার এই চিত্রনায়ক ছুটে গেলেন দক্ষিণ এশিয়ার অন্যতম দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। কারণ ‘তাণ্ডব’ সিনেমার গান ও অ্যাকশনের দৃশ্যধারণ। জানা গেছে, প্রায় সপ্তাহখানেক শ্রীলঙ্কায় থাকবেন শাকিব। তার সঙ্গে থাকছেন সাবিলা নূরসহ ‘তাণ্ডব’র টেকনিক্যাল ক্রু ও অন্যান্য সদস্যরা। গেল মাস থেকে টানা চলছে তাণ্ডবের শুটিং। ঢাকা ও রাজশাহীর বিভিন্ন লোকেশনে সিনেমার ৭০ শতাংশ শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। এর আগে, শাকিবের জন্মদিনে তাণ্ডবের লুক প্রকাশ করা হয়েছিল। খোঁজ নিয়ে জানা যায়, দুই-তিন দিনের মধ্যে তাণ্ডবের অফিসিয়াল টিজার প্রকাশ হবে। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে ‘তাণ্ডব’। পরিচালনা করেছেন ‘তুফান’খ্যাত নির্মাতা রায়হান রাফী। প্রযোজনায় আছেন শাহরিরায় শাকিল। শাকিব-সাবিলা ছাড়াও এতে অভিনয় করেছেন জয়া আহসান, এফএস নাঈম, আফজাল হোসেনসহ অনেকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত