বলিউডের উঠতি তারকা তৃপ্তি দিমরি বর্তমানে রয়েছেন আলোচনার তুঙ্গে। একদিকে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধড়ক ২’, অন্যদিকে তার ব্যক্তিগত জীবনকে ঘিরে চলছে রোমাঞ্চকর গুঞ্জন। নতুন ছবির প্রচারের মধ্যে এক বিলাসবহুল রিসোর্টে ছুটি কাটাতে দেখা গেছে এই অভিনেত্রীকে, যার মালিক তার কথিত প্রেমিক স্যাম মার্চেন্ট। সব মিলিয়ে গ্ল্যামার আর গসিপের রঙে রঙিন এখন তৃপ্তির দিনযাপন। সম্প্রতি তৃপ্তি দিমরি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছুটির বেশ কিছু মুহূর্ত শেয়ার করেছেন, যেখানে তাকে দেখা গেছে গোলাপি মনোকিনিতে একটি সুইমিংপুলে প্রশান্তি খুঁজে নিতে। বিশেষ আকর্ষণ, সেই ছবিতে তিনি ট্যাগ করেছেন স্যাম মার্চেন্ট ও তার রিসোর্ট কাসা ওয়াটারস-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এরপর প্রকৃতির কোলে সবুজ ঘেরা হোটেল রুম থেকে একটি ছবিতে লিখেছেন, ‘দ্য ফেস অব পিস’ যা আরও উসকে দিয়েছে সম্পর্কের গুঞ্জন। স্যামও নিজের প্রোফাইলে রিশেয়ার করেছেন সেই ছবিগুলো। তবে শুধু প্রেম নয়, ছুটি এ মুহূর্তে রয়েছে চাট-পানিপুরির স্বাদও। ইনস্টাগ্রাম স্টোরিতে ‘চাট লাভ’ প্রকাশ করেছেন তৃপ্তি। এক ছবিতে তাকে দেখা যায় চাটের প্লেট হাতে, অন্যটিতে পানিপুরি উপভোগ করছেন। আর ক্যাপশন দিয়েছেন ‘রাউন্ড-২’। এতে স্পষ্ট, এই সফরে শুধু সম্পর্ক নয়, খাবার প্রেমেও ভাসছেন এই অভিনেত্রী। এদিকে ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে তৃপ্তির আরামদায়ক ও আত্মমগ্ন একাধিক ছবিতে। যেখানে তাকে দেখা গেছে খোলামেলা প্রকৃতির মধ্যে শান্ত চাহনিতে। এই নতুন রূপে যেন ধরা দিয়েছেন একেবারে অন্য এক তৃপ্তি। এটি প্রথমবার নয় যে, তৃপ্তি ও স্যামকে একইসঙ্গে দেখা গেল। যদিও এবার স্যামের ছবি প্রকাশ্যে আসেনি। তবে এর আগে ফিনল্যান্ডে নববর্ষ উদযাপন, নর্দার্ন লাইটস দেখা এবং একে অন্যের সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিক্রিয়া জানানোর মধ্য দিয়ে তাদের ঘনিষ্ঠতা প্রকাশ পেয়েছিল। এমনকি তৃপ্তির ‘স্পিরিট’ সিনেমার ট্রেলার প্রকাশের দিনেও স্যাম শুভেচ্ছা জানিয়েছিলেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।