ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

দর্শকে খুশি বাঁধন

দর্শকে খুশি বাঁধন

এবারের ঈদে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে একটি ‘এশা মার্ডার: কর্মফল’। যেখানে পুলিশ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিজের সিনেমার দর্শক প্রতিক্রিয়া জানতে প্রতিনিয়ত সিনেপ্লেক্স ভিজিট করছেন তিনি। শুনছেন দর্শকের কাছ থেকে তাদের ভালো লাগার কথা। সিনেমাটি নিয়ে হলে হলে ঘুরে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন বাঁধন। যার প্রতিক্রিয়া জানিয়ে বাঁধন বলেন, ‘আমি খুবই খুশি। কারণ সুযোগ পেলেই সিনেপ্লেক্সে যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, দর্শকের প্রতিক্রিয়া শুনছি। তারা যে সিনেমাটিকে এভাবে ভালোবাসবে, তা আমি ভাবতেই পারছি না।’ ভক্তদের সঙ্গে যেমন দেখা করছেন, তেমনি সিনেমা নিয়ে তাদের সঙ্গে কথা বলছেন। দর্শকদের এই আগ্রহ তাকে মুগ্ধ করেছে, যা নিয়ে বাঁধন বলেন, ‘আমি অনেক খুশি। আমি অত্যন্ত খুশি।

সিনেমা হলে এসেছি, দেখলাম হাউসফুল। উঁকি মেরেছি, দেখেই মনটা ভরে গেছে। দর্শকরা যে সিনেমাটি এত পছন্দ করবেন, সেটা ভাবিনি। খুবই ভালো লাগছে। আমরা ‘এশা মার্ডার: কর্মফল’ নিয়ে যতটুকু আশা করছিলাম, দর্শকের থেকে তার চেয়ে বেশি পেয়েছি। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা।’ এ সময় নিজের সিনেমার পাশাপাশি ঈদে মুক্তি পাওয়া বাকি পাঁচ সিনেমা নিয়েও কথা বলেন বাঁধন। তিনি বলেন, ‘আমাদের দেশের দর্শকের টেস্টের পরিবর্তন হয়েছে। তারা ভিন্ন ভিন্ন গল্প দেখতে পছন্দ করছেন। শুধু একটি দুটি নয়- সব সিনেমাই দেখছেন এবার দর্শক, যা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো সংবাদ। আশা করছি আগামীতেও দর্শকের এমন ভালোবাসা বজায় থাকবে।’ সত্য ঘটনা অবলম্বনে ‘এশা মার্ডার: কর্মফল’ পরিচালনা করেছেন সানী সানোয়ার। একই সঙ্গে কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তিনি। বাঁধন ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নিবিড় আদনান, হাসনাত রিপন, সরকার রওনক রিপন, শিল্পী সরকার অপু, একে আজাদ সেতু, ইশিকা সাকিন ও সৈয়দ এজাজ আহমেদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত