ঢাকা রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

নতুন করে ফেরার অপেক্ষায় পড়শী রুমী

নতুন করে ফেরার অপেক্ষায় পড়শী রুমী

পড়শী রুমী, সিলেটের মেয়ে। একজন জাত অভিনেত্রী হবার স্বপ্ন বুকে নিয়েই আজ থেকে বেশ কয়েক বছর আগে মিডিয়াতে কাজ শুরু করেন। অভিনয়ের দুনিয়ায় নিজেকে ঠিকঠাক মতো সম্পৃক্ত করার নেপথ্যে তিনি এটিএন বাংলা আয়োজিত ‘নাট্যযুদ্ধ’ ও চ্যানেল আই আয়োজিত ‘লাঙ সুপারস্টার’ প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেন তিনি। দুইটি রিয়েলিটি শো’তে বেশ ভালো অবস্থানেই ছিলেন তিনি। যে কারণে নির্মাতাদের দৃষ্টি কাড়তে সক্ষম হন তিনি। প্রথমেই তিনি মান্নান শফিকের পরিচালনায় ‘এক বিন্দু জল’ নাটকে অভিনয় করেন। এরপর তিনি মুশফিুকর রহমান গুলঝারের ‘জোনাকী জ্বলে’, গাজী বদরুজ্জামানের ‘আত্নসাৎ’ নাটক’ সহ তপু খান, সাইদুর রহমান খোকন’ সহ আরও বেশ কয়েকজন নাট্যনির্মাতার নির্দেশনায় নাটকে অভিনয় করে বেশ প্রশংসা কুঁড়িয়েছিলেন। এই প্রজন্মের শ্রোতাপ্রিয় ফোক শিল্পী কিশোর পলাশের ‘দেহ ডিঙ্গি’ গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেও সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন তিনি। এই মিউজিক ভিডিওতে তার সহশিল্পী ছিলেন সাব্বির আহমেদ। এছাড়াও কাজী শুভ’র ‘ভুলে থাকো কেমন করে’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে আলোচনায় এসেছিলেন তিনি। এই দুটি মিউজিক ভিডিওই লাখ লাখ ভিউয়ার্স উপভোগ করেছেন। এছাড়াও মীর শহীদ’ সহ আরও বেশ কয়েকজন শিল্পীর গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে তিনি বেশ সাড়া পেয়েছেন। কামরুজ্জামানের পরিচালনায় পড়শী রুমী প্রথম ‘গ্রামীণফোন’ এর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। এরপর তিনি ‘ওয়েলফুড’, ‘বাহক’, ‘কনফিডেন্স সল্ট’, ‘প্রাণআরএফএল জগ’, ‘ট্রিট চকোলেট’, ‘ফ্রেশ চিনি’ সহ আরও বেশকিছু পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে প্রশংসিত হয়েছেন। পড়শী সিলেটের ‘দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়’ ও সিলেট মহিলা কলেজে পড়াশুনা করেছেন। তার বাবা মো. মজিবুর রহমান। বাবা নেই তা পরিবারের সবার বড় সন্তান হিসেবে পরিবারের প্রতি তার রয়েছে অনেক দায়িত্ব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত