
জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয় কমিয়ে দিয়েছেন। মনের মতো হলেই কেবল কাজ করছেন তিনি। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন। এবার অভিনেত্রী লিখলেন তার কাছে আসা অপ্রত্যাশিত এক ফোনকল নিয়ে। রীতিমতো বিষয়টি নিয়ে বিরক্ত তিনি। ধারণা করছেন, ভক্ত পরিচয় দেয়া ওই ব্যক্তি এরপর তাকে নিয়ে সামাজিক মাধ্যমে কুৎসা রটাবেন। ফেসবুক পেজে একটি ফোন নম্বর শেয়ার করেছেন প্রভা। এরপর ঘটনার বর্ণনা দিয়ে লিখেছেন- এই লোক ফোন দিয়ে বলে, আপু একটু হোয়াটসঅ্যাপে আসো তো! আমি বললাম, আপনি কে? বললো, ফ্যান! বললাম ফ্যানের সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে কেন কথা বলবো, আপনি ফোনইবা কেন দিয়েছেন আমাকে? কতো বড় সাহস আপনার!