ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

রেকর্ড গড়ল ‘সাইয়ারা’র গান

রেকর্ড গড়ল ‘সাইয়ারা’র গান

বলিউডের বক্স অফিসে ঝড় তুলেছে সদ্য মুক্তিপ্রাপ্ত রোমান্টিক জনরার সিনেমা ‘সাইয়ারা’। দর্শকদের অনেকে সিনেমা হলে গিয়ে এমনই আবেগপ্রবণ হয়েছেন যে কান্নায় ভেঙে পড়ছেন। বলিউডে অভিষেক রাঙিয়ে রাখলেন আহান পাণ্ডে। অন্যদিকে অনীত পাড্ডার সৌন্দার্যে বুদ হয়েছে সিনেমা প্রেমীরা। মোহিত সুরি পরিচালিত, যশরাজ ফিল্মস প্রযোজিত ‘সাইয়ারা’ বলিউডের ইতিহাসে আনকোরা নতুন কোনো জুটি নিয়ে নির্মিত ছবি এত বড় সাফল্য এর আগে পায়নি।

অন্তত গত ২০ বছরে এমন দৃশ্য দেখা যায়নি! আহান পাণ্ডে ও অনীত পাড্ডা অভিনীত এই ছবির প্রি-বুকিং টিকিট বিক্রি হয়েছিল ১২.৪৯ কোটি রুপি। নতুন তারকা জুটির অনস্ক্রিন রসায়ন ভক্তদের মধ্যে রীতিমতো আলোড়ন তুলেছে। দর্শক তাদের জুটি পছন্দ করছেন। এই ছবি দেখে প্রশংসায় ভরিয়েছেন বলি তারকারাও। আহান পাণ্ডে ও অনীত পাড্ডা অভিনীত ছবিটি মাত্র ১ সপ্তাহে ১৫০ কোটি রুপি আয় করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতীয় বক্স অফিসে ‘সাইয়ারা’ ষষ্ঠ দিনে ১৫০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। বিশ্বব্যাপী আয় করেছে ১৯০ কোটির কাছাকাছি। ছবির টাইটেল সং স্পটিফাই-তে পৃথিবীর সেরা ৫০টি গানের তালিকায় জায়গা করে নিয়েছে। এবারই প্রথম কোনো হিন্দি গান হিসেবে এই রেকর্ড গড়েছে ‘সাইয়ারা’। বক্স অফিস কালেকশনের দিক থেকে ‘সাইয়ারা’ এখন পর্যন্ত বছরের অন্যতম সফল সিনেমা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত