
দশ বছরে পা রেখেছে শিশু-কিশোরদের জন্য অভিনেত্রী আফসানা মিমির উদ্যোগে গঠিত সংস্কৃতি চর্চা কেন্দ্র ‘ইচ্ছেতলা’। এ উপলক্ষে পদার্পণ উপলক্ষে মঞ্চে আনছে প্রথম প্রযোজনা ‘বনের ধারে নদী’ (দ্য রিভার বিসাইড দ্য ফরেস্ট)।
নাটকটি লিখেছেন সৌমিত্র বসু। নির্দেশনায় রয়েছেন মো. ফরহাদ আহমেদ শামীম। মঞ্চ ও আলোক পরিকল্পনায় মো. সাইফুল ইসলাম, সংগীতায়োজন করেছেন দেবাশীষ দেব এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন সানজিত সুপ্ত।
নির্দেশনায় পরামর্শক হিসেবে আছেন ‘ইচ্ছেতলা’র প্রতিষ্ঠাতা ও পরিচালক আফসানা মিমি। শিশুদের কল্পনা ও বাস্তবতার মিশেলে গড়া এই নাটকটি যেন সহাবস্থানের, সম্প্রীতির ও পরিবেশ-সচেতনতার এক বড় বার্তা হয়ে উঠে আসে, এটিই কাঙ্ক্ষিত সংশ্লিষ্ট সবার। নাটকে অভিনয় করছেন ‘ইচ্ছেতলা’র বিভিন্ন বয়সি শিশুশিল্পীরা। মিমির পাঠানো আমন্ত্রণপত্রে তিনি লিখেছেন, ‘সম্প্রতি মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় সারা পৃথিবী শোকাহত। আসুন এই কঠিন সময়ে আমরা কিছুক্ষণ একসঙ্গে হই। প্রার্থনা করি যেন, এমন দিন পৃথিবীর বুকে আর না আসে। সমগ্র পৃথিবীর সব শিশু-কিশোর যেন নিরাপদে থাকে।’ উল্লেখ্য, ২৫ জুলাই ঢাকার বেইলি রোডের মহিলা সমিতির মঞ্চে, বিকাল ৫টা ৩০ মিনিটে ‘বনের ধারে নদী’ নাটকটির প্রথম শো এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দ্বিতীয় শো মঞ্চায়িত হবে।