
আর কিছুদিনের মধ্যেই বিরতি শেষে আবারও অভিনয়ের দুনিয়ায় ফিরছেন দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী পড়শী রুমী। রুমী সিলেটের মেয়ে। একজন পূর্ণ অভিনেত্রী হবার স্বপ্ন বুকে নিয়েই তিনি আজ থেকে বেশ কয়েকবছর আগে মিডিয়াতে কাজ শুরু করেছিলেন। কিন্তু মাঝে পারিবারিক সমস্যার কারণে অভিনয়ে থেকে বিরতি নেন তিনি। তবে এখন অভিনয়ে ফেরার জন্য পূর্ণ প্রস্তুত তিনি। এরইমধ্যে বেশ কয়েকজন নাট্যনির্মাতারও সঙ্গে কথা হয়েছে। শিগগিরই সেসব কাজের মধ্যদিয়ে অভিনয়ে ফিরবেন তিনি। তবে পড়শী রুমীর মনে সুপ্ত বাসনা হলো একটি ভালো গল্পের সিনেমায় অভিনয় করার। পড়শী রুমী বলেন, ‘অনেক নাটকে অভিনয় করেছি। করেছি বেশ কিছু মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ। আবার বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছি। তবে সিনেমায় অভিনয় করার সুযোগ হয়ে উঠেনি আমার। এই মুহূর্তে কেন যেন প্রবল ইচ্ছে হলো একটি ভালো গল্পের সিনেমায় অভিনয় করার। চরিত্রটি হোক ছোট কিন্তু সেই চরিত্রটি যেন সিনেমার উল্লেখযোগ্য একটি চরিত্র হয়। আমি যেন মন দিয়ে অভিনয় করতে পারি চরিত্রটিতে। জানিনা আমার এই স্বপ্ন পূরণ হবে কি না। কিন্তু খুব ইচ্ছে করে একটি ভালো গল্পের সিনেমাতে অভিনয় করার। কারণ রূপালী পর্দার ব্যাপারটাই আসলে অন্যরকম। হয়তো বা আজ হোক কাল হোক আমার সেই স্বপ্ন পূরণ হবে একদিন। কারণ এটা আমি মনে প্রাণে চাই।’বেশ কয়েকবছর আগে এটিএন বাংলা আয়োজিত ‘নাট্যযুদ্ধ’ ও চ্যানেল আই আয়োজিত ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেন তিনি।