ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জুটি বাঁধলেন রেজা-অর্পা

জুটি বাঁধলেন রেজা-অর্পা

নোয়াখালীর বিভিন্ন কৃষ্টি-কালচার নিয়ে নির্মিত হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘নোয়াখালী এক্সপ্রেস’। এতে অভিনয় করছেন একঝাঁক তরুণ অভিনয়শিল্পী। ধারাবাহিক নাটকটি নির্মাণ করছেন টিভি সিরিজ ও সিক্যুয়েলের জনপ্রিয় নির্মাতাণ্ডনাট্যকার অরণ্য আনোয়ার। তার হাত ধরেই সৃষ্টি হয়েছিল ‘নুরুল হুদা একদা ভালোবেসেছিল’, ‘অতঃপর নুরুল হুদা’ এবং ‘আমাদের নুরুল হুদা’ নামের সুপারহিট সিক্যুয়েল সিরিজ। এমন আরও অনেক সিরিজ ও অসংখ্য একক নাটক নির্মাণ করেছেন তিনি। যদিও মাঝে লম্বা সময় এই নির্মাতাকে টিভি সিরিজে আর পাওয়া যায়নি। মন বসিয়েছেন বড় পর্দায়।

নির্মাণ করে মুক্তি দিয়েছেন পরীমণিকে নিয়ে আলোচিত সিনেমা ‘মা’। যেটি নিয়ে নির্মাতা ছুটেছেন ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা পর্যন্ত। সিনেমার সেই লম্বা জার্নি শেষে এবার অরণ্য আনোয়ার আসছেন দীর্ঘ ধারাবাহিক নিয়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত