ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তরুণদের নতুন ভাবনার সিনেমা ‘লিটল মিস ক্যাওস’

তরুণদের নতুন ভাবনার সিনেমা ‘লিটল মিস ক্যাওস’

তরুণ নির্মাতা মাহমুদা সুলতানা রীমা নবীন শিল্পীদের নিয়ে নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। এতে রোমান্স, কমেডি এবং ক্যাওসের গল্প উঠে এসেছে নতুন ভাবনায়। ফিল্মটিতে অভিনয় করেছেন হোসনে আরা আলি নার্গিস, আছেন দীপা খন্দকার, রফিউল কাদের রুবেল, সাদিকা স্বর্ণা, মহাম্মাদ বাদল শিকদার, নাহিন শফিক, ফারিহা রাহমান। তবে সিনেমাটির প্রাণ ভ্রমরা ইরা, মারুফ এবং তার বন্ধুরা।  

‘লিটল মিস ক্যাওস’-এর গল্প ইরাকে নিয়ে। মেয়েটি বয়সে ছোট, স্বাভাবিকভাবে তার অভিজ্ঞতাও কম। তার চারপাশের জগৎটা বেশ ক্যাওটিক, তার বেড়ে ওঠাটাও। তাই সে নিজেও খানিকটা ক্যাওটিক। এসব কারণেই ফিল্মটির নাম ‘লিটল মিস ক্যাওস’। গল্পে ইরা খুব ফ্যাশন সচেতন। মেয়েটি মূলত তার ক্যাওস স্বভাবটা সা–পোশাকে আড়াল করতে চায়। ইরা চরিত্রে অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান। এটি তার প্রথম ওয়েব ফিল্ম। নবীন এ অভিনেত্রী জানান, গল্পটি তরুণদের খুব ভালো লাগবে।

সাদনিমা বলেন, এ জেনারেশনের দর্শকদের মধ্যে আমিও একজন। আমি ছাড়া অন্যরা জারা কাজ করেছেন তারাও তরুণ। এ গল্পে রোমান্স আছে, কমেডি-সার্কাজম আছে। আর আমিই যেহেতু ‘লিটল মিস কেওস’, শুটিংয়ের সময় অনস্ক্রিন-অফস্ক্রিন ক্যাওস করে বেরিয়েছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত