
কিছুদিন আগেই দীপ্ত টিভিতে প্রচার শেষ হয়েছে কায়সার আহমেদ পরিচালিত দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘বকুলপুর’। এই ধারাবাহিকের দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন এই প্রজন্মের দর্শকপ্রিয় দুই অভিনয়শিল্পী তানভীর মাসুদ ও এমিলা হক। আবার একই চ্যানেলে কিছুদিন আগেই প্রচার শুরু হয়েছে কায়সার আহমেদ পরিচালিত আরও একটি নতুন ধারাবাহিক নাটক ‘রূপনগর’। এই ধারাবাহিকেও যথারীতি দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তানভীর মাসুদ ও এমিলা হক। এমিলা হককে প্রথম পর্বেই ‘রূপনগর’ ধারাবাহিকে দীপ্ত টিভির পর্দায় দেখা গেছে। তানভীর মাসুদকে কয়েকটি পর্ব প্রচারের পর দেখা গেছে। এরইমধ্যে দু’জনের অভিনয়েই দর্শক মুগ্ধ হচ্ছেন। লিটু সাখাওয়াত রচিত ‘রূপনগর’ ধারাবাহিকটি বিশের অধিক কয়েকটি পর্ব প্রচার হয়েছে। দর্শকের কাছে ধারাবাহিকটি বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে।
তানভীর মাসুদ বলেন, ‘বাংলাদেশের নাট্যাঙ্গনের ভীষণ গুণী এবং প্রচণ্ড বিনয়ী একজন নাট্যনির্মাতা শ্রদ্ধেয় কায়সার আহমেদ ভাই।