ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শিগগিরই আসছে নতুন সিনেমার ঘোষণা

শিগগিরই আসছে নতুন সিনেমার ঘোষণা

পরপর দুই বছর অর্থাৎ ২০২৪ ও ২০২৫ এই দুই বছরে চলচ্চিত্রের নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্ত্তী অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। একটি ‘কাজল রেখা’ অন্যটি ‘নীলচক্র’। প্রথম সিনেমা মুক্তির পরপরই তিনি তার অভিনয় দিয়ে বেশ আলোচনায় চলে আসেন। গিয়াস উদ্দিন সেলিম নির্মিত এই সিনেমায় আরও অনেক তারকা শিল্পী অভিনয় করলেও নবাগত শিল্পী হিসেবে মন্দিরা চক্রবর্ত্তী আলাদাভাবেই তার সৌন্দর্য্য, তার হাসি, তার চাহুনি এবং অভিনয় দিয়েই আলোচনায় চলে আসেন। আর এই বছর মুক্তি পায় ‘নীল চক্র’ সিনেমাটি। সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন আরিফিন শুভ। সিনেমাটির প্রচারণাতেও দুজনেই ছিলেন বেশ সরব। যে কারণে সিনেমাটি দেখার প্রতিও দর্শকের আগ্রহ জন্মায়। ‘নীল চক্র’ সিনেমাতেও অনবদ্য অভিনয়ের জন্য দারুণভাবে প্রশংসিত হন মন্দিরা চক্রবর্ত্তী। প্রথম সিনেমার চেয়ে দ্বিতীয় সিনেমায় তিনি ছিলেন অভিনয়ে আরও অনেক বেশি পরিণত, পরিপূর্ণ। তবে এই দুটি সিনেমা মুক্তিপর পর আরও বহু সিনেমায় কাজ করার প্রস্তাব এসেছে এরইমধ্যে। যেসব সিনেমাতে কাজ করার প্রস্তাব এসেছিল তারমধ্যে কয়েকটি সিনেমার কাজও শুরু হয়েগেছে। কিন্তু মন্দিরা সেসব সিনেমাতে কাজ করার সম্মতি জানাননি। কারণ তিনি যেভাবে সিনেমাতে কাজ করতে চান নিজেকে যেভাবে সিনেমায় উপস্থাপন করতে চান সেদিক বিবেচনায় সিনেমাগুলোতে তার কাজ করার অনুকুলে নয়। তাই বহু সিনেমায় কাজ করার প্রস্তাব এলেও তিনি ধৈর্য্য ধরে অপেক্ষা করছিলেন।

এরইমধ্যে মন্দিরা চক্রবর্ত্তী জানান, শিগগিরই নতুন সিনেমার ঘোষণা আসবে। নায়ক হিসেবেও থাকছে চমক। মন্দিরা বলেন, ‘আমি চাই আমার তৃতীয় সিনেমাটি প্রথম দুটি সিনেমার চেয়ে আরও ভালো গল্পের হোক, আরও সুন্দর হোক। যেন বলতে পারি একের পর এক ভালো গল্পের সিনেমাতে অভিনয় করে হ্যাটট্রিক করতে পেরেছি। আপাতত তৃতীয় সিনেমার গল্প, পরিকল্পনা, সিডিউলসহ আনুষঙ্গিক অন্যান্য সব বিষয় নিয়েই ব্যস্ততার মধ্যদিয়ে সময় কাটছে আমার। আর অল্প কিছুদিনের মধ্যই আসবে তৃতীয় সিনেমার ঘোষণা। আমি খুব উচ্ছ্বসিত।’ দেশ বিদেশে এরইমধ্যে মন্দিরা চক্রবর্ত্তীর প্রচুর ভক্ত তৈরি হয়েছে। তারাও তার অভিনীত নতুন সিনেমার অপেক্ষায় আছেন। মন্দিরা চক্রবর্ত্তী ‘কাজল রেখা’ ও ‘নীল চক্র’ সিনেমাতে অভিনয়ের জন্য দেশে বিদেশে বেশ কয়েকটি সংগঠন থেকে নবাগত নায়িকা হিসেবে সম্মাননায় ভূষিত হয়েছে। তার এই প্রাপ্তিতে তার বাবা মা তার ভাইয়েরা ভীষণ খুশি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত