ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দীপিকার সমর্থনে সরব কঙ্কনা

দীপিকার সমর্থনে সরব কঙ্কনা

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টা কাজের প্রসঙ্গে যখন উত্তাল গোটা ইন্ডাস্ট্রি, সেই সময় অভিনেত্রীর হয়ে কথা বললেন কঙ্কনা সেন শর্মা। শুধু অভিনেতা অভিনেত্রী নন, প্রত্যেকটা মানুষেরই বিশ্রাম প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। পরপর দুটি ছবি থেকে দীপিকা পাড়ুকোন বেরিয়ে যাওয়ার পরেই অভিনেত্রীর পেশাদারিত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। কেন তিনি আট ঘণ্টার বেশি কাজ করতে পারবেন না, এই প্রসঙ্গে অনেকেই প্রশ্ন তুলেছেন। সম্প্রতি দীপিকার হয়ে কথা বলতে শুনতে পাওয়া গেল কঙ্কনা সেন শর্মাকে। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকার আট ঘণ্টা কাজের প্রসঙ্গে কঙ্কনা বলেন, ‘আমার মনে হয় গোটা শিল্প জগৎকে মানবিক হওয়া প্রয়োজন। আমরাও মানুষ তাই আমাদেরও বিশ্রাম প্রয়োজন হয়। সপ্তাহের শেষে ছুটি এবং একটি নির্দিষ্ট সময়ে কাজের মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকা উচিত।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত