
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘ ১৩ বছরের প্রেমকে বিবাহের বাঁধনে পরিণত করেছেন। নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে তার বিবাহিত জীবন এরইমধ্যে প্রায় আট মাস পার হয়েছে। এ নিয়ে মেহজাবীন তার বিবাহিত জীবন এবং অনুভূতি প্রকাশ করেছেন। মেহজাবীন জানান, তার বিবাহিত জীবন খুবই ভালো কাটছে। বিয়ের পর তার জীবনে বড় কোনো পরিবর্তন হয়নি, শুধু থাকার জায়গা বদলেছে।
এ নিয়ে তিনি বলেন, ‘আমি সেই আগের মেহজাবীনই আছি। আমার মতো করে কাজ করছি, ঘুরছি। আদনান আগেও বন্ধু ছিলেন, এখনও বন্ধু হিসেবে আছেন। আমাদের ফ্রেন্ডশিপ এখনও অটুট।’
অভিনেত্রী আরও জানান, বিয়ের পর তার জীবন অনেক সহজ এবং আনন্দময় হয়েছে। এরপর তিনি আরও বলেন, ‘আগে কোনো কিছু করতে হলে আমি শুধু পরিবারকে বলতাম। এখন সাহায্যের জন্য আরও অনেকজন এসেছে। আমার ফ্যামিলি সাইজ বেড়ে গেছে, সবাই আমাকে ভালোবাসে, সাপোর্ট করে এবং আমার কাজ ও চাওয়া-পাওয়াগুলো খেয়াল রাখে। আমি খুবই ব্লেসড এবং হ্যাপি।’
এভাবে মেহজাবীন চৌধুরী প্রেম ও বন্ধুত্বের ওপর ভিত্তি করে গড়া সুখী বিবাহিত জীবন উপভোগ করছেন এবং তার নতুন জীবন নিয়ে তিনি স্বচ্ছন্দ এবং আনন্দিত বলেও জানান। মেহজাবীন ও রাজীব বিয়ের পর বিশ্বের বিভিন্ন দেশে এরইমধ্যে ভ্রমণ করেছেন। ভালোবাসার শহর প্যারিসে গিয়েছিলেন হানিমুনে। সামাজিক মাধ্যমে সেখানকার ছবিও প্রকাশ করেন তিনি। এদিকে বিয়ের নাটকে মেহজাবীনকে সেভাবে দেখা না গেলেও দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার সিনেমা ‘সাবা’।
‘সাবা’ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন।