ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘ডিডিএলজে’-তে শাহরুখের আইকনিক দৃশ্যটি নকল

‘ডিডিএলজে’-তে শাহরুখের আইকনিক দৃশ্যটি নকল

শাহরুখ খান এবং কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (ডিডিএলজে)-তে থাকা আইকনিক ‘পালাট’ দৃশ্যটি মুক্তির পরপরই জনপ্রিয় হয়ে ওঠে এবং আজও তা ভক্তদের মধ্যে সমানভাবে জনপ্রিয়। তবে অনেকেই জানেন না যে এই দৃশ্যটি আসলে একটি হলিউড সিনেমা থেকে অনুপ্রাণিত। খবর ডিএনএর। সম্প্রতি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র পরিচালক আদিত্য চোপড়া স্বীকার করেছেন যে, শাহরুখ খান এবং কাজল অভিনীত ‘পালাট’ দৃশ্যটি তার নিজস্ব ধারণা ছিল না, এটি ১৯৯৩ সালের হলিউড সিনেমা ‘ইন দ্য লাইন অফ ফায়ার’ থেকে অনুপ্রাণিত। তিনি বলেন, ক্লিন্ট ইস্টউডের সিনেমায় রেনি রুসোর চরিত্র লিলি রেইনসের দৃশ্যটি তার কাছে প্রভাব ফেলেছিল। সেখানে লিলি ইস্টউডের চরিত্র ফ্র্যাঙ্ক হরিগানকে বলতে শোনা যায়, যদি সে ফিরে তাকায়, তবে বুঝতে হবে সে আগ্রহী।

এছাড়া ডিডিএলজে-র ‘পালাট’ দৃশ্যে দেখা যায়, রাজ (শাহরুখ খান) নিজের সঙ্গে কথা বলছে এবং বলছে, যদি সিমরন (কাজল) ফিরে তাকায়, তবে সেটা মানে সে তাকে ভালোবাসে। এরপর সিমরন সত্যিই ফিরে তাকায়। যদিও দুটি দৃশ্যের সংলাপ প্রায় একরকম, তবে ডিডিএলজে-তে রাজকে একজন নিঃস্বার্থ রোমান্টিক চরিত্র হিসেবে দেখানো হয়েছে, যেখানে হলিউড সিনেমায় ফ্র্যাঙ্ক শুধু একটি সাধারণ পর্যবেক্ষণ হিসেবে এই লাইনটি বলেন।

আদিত্য চোপড়া তার বই আদিত্য চোপড়া ‘রিলিভস দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-তে লিখেছেন যে, এই ‘পালাট’ দৃশ্যটি আসলে ক্লিন্ট ইস্টউডের সিনেমা থেকে অনুপ্রাণিত। তিনি বলেন, ইস্টউডের সেই দৃশ্যটি তাকে এতটা প্রভাবিত করেছিল যে, ডিডিএলজে লিখতে গিয়ে সেটি তার মনে ফিরে আসে। স্পিডের কাছে থালাপতি বিজয়কে ‘ভারতের প্রধানমন্ত্রী’ বানালেন তার ভক্তরা!

১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পায় ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (ডিডিএলজে), যা আদিত্য চোপড়ার পরিচালনায় প্রথম সিনেমা ছিল। এতে শাহরুখ খান, কাজল ছাড়াও আমরিশ পুরী, অনুপম খের, ফারিদা জলাল, হিমানি শিবপুরী, পারমিত শেঠি প্রমুখ অভিনয় করেছেন। এই সিনেমাটি বলিউডের সবচেয়ে আইকনিক সিনেমাগুলোর মধ্যে একটি এবং মুম্বাইয়ের মারাঠা মন্দির থিয়েটারে বছরের পর বছর ধরে চলতে থাকা রেকর্ড-ভাঙা প্রদর্শনের জন্য বিখ্যাত। সম্প্রতি, সিনেমাটি তার ৩০ বছর পূর্ণ করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত