ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিনেমা হল এখন কমিউনিটি সেন্টার!

সিনেমা হল এখন কমিউনিটি সেন্টার!

উত্তরাঞ্চলের প্রথম সিনেপ্লেক্স ‘মধুবন’ এখন কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে! সিনেমার অভাবে বন্ধ হওয়ার পর থেকে সেখানে চলছে বিয়ের আয়োজন।

জানা গেছে, সিনেমা না চলায় মধুবন সিনেপ্লেক্সের আউটডোর অংশটি এখন ব্যবহার হচ্ছে কমিউনিটি সেন্টার হিসেবে। যেখানে আগে দর্শক ভিড় করতেন সিনেমা দেখতে, সেখানে এখন বিয়ের সাজসজ্জা ও ভোজের আয়োজন দেখা যায়। প্রেক্ষাগৃহের কর্ণধার রোকনুজ্জামান ইউনূস সংবাদমাধ্যমকে জানান, ভালো কনটেন্ট না থাকায় সিনেপ্লেক্স বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তিনি। রোকনুজ্জামান ইউনূসের ছেলে এসএম ইউনূস বলেন, ‘সিনেমা চালাতে পারছি না। আমাদের এখানে তো স্টার সিনেপ্লেক্সের মতো সুবিধা নেই। প্রতি মাসে বিপুল খরচ হয়, সেটা তোলা সম্ভব হচ্ছে না। বন্ধের আগে তিন মাসে প্রায় ৯ লাখ টাকার খরচ হয়েছে- সেটাও তুলতে পারিনি।’ আরও বলেন, ‘এখন কোনো না কোনোভাবে খরচ কিছুটা তুলতে হচ্ছে, তাই হলের আউটডোরটা মাঝে মধ্যে কমিউনিটি সেন্টার হিসেবে দিচ্ছি। তবে একে পুরোপুরি কমিউনিটি সেন্টার বানানোর ইচ্ছে নেই।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত