
বাউল সম্রাট শাহ আবদুল করিম বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি ৫০০-এর উপরে সংগীত রচনা করেছেন। বাংলা লোক সঙ্গীতে তাকে বাউল সম্রাট হিসেবে সম্বোধন করা হয়। তিনি বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক ২০০১ সালে একুশে পদক পুরস্কারে ভূষিত হন। বাংলা একাডেমি তার ১০টি গানের ইংরেজি অনুবাদ প্রকাশ করে। শাককু মজিদ তাকে নিয়ে নির্মাণ করেছেন ‘ভাটির পুরুষ’ নামে একটি প্রামাণ্য চিত্র। এছাড়াও সুবচন নাট্য সংসদ তাকে নিয়ে শাকু মজিদের লেখা মহাজনের নাও নাটকের ৮৮টি প্রদর্শনী করেছে।২০০৯ সালের ১২ই সেপ্টেম্বর বাউল সম্রাট শাহ আবদুল করিম মৃত্যু বরণ করেন। তার মৃত্যু বার্ষিকীতে যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটস-এ প্রতিবছরই নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। যথারীতি এবারও তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাকে স্মরণ করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সাধারণত যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেটিরাই এই অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। এছাড়াও অন্যান্যরাও তার জন্মদিন, মৃত্যু বার্ষিকীতে অনুষ্ঠান করে থাকেন। যথারীতি এবারও তাই হচ্ছে। আর এবারের বাউল সম্রাট আব্দুল করিম স্মরণ অনুষ্ঠানে সিলেটের স্থানীয় কয়েকজন শিল্পীসহ যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশের কয়েকজন শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন। আর এই অনুষ্ঠানের উপস্থাপনা করবেন সময়ের অন্যতম জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহান।