ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

প্রযোজকদের বিশেষ অনুরোধ আরশের

প্রযোজকদের বিশেষ অনুরোধ আরশের

ছোট পর্দার অভিনেতা আরশ খান। সম্প্রতি তার অভিনীত একটি কাজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে আলোচনা ও সমালোচনার ঝড়। ভক্ত ও দর্শকদের একাংশের নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্টে আরশ জানিয়েছেন, তিনি সমাজকে কোনো ভুল বার্তা দিতে চান না।

সমালোচনাকে দেখছেন ইতিবাচকভাবে আরশ খান তার পোস্টে উল্লেখ করেন, তিনি সবসময় সাধারণ মানুষের জীবনের গল্প পর্দায় তুলে ধরার চেষ্টা করেন। দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে তার ভাষ্য, ‘কিছু কাজ আপনারা পছন্দ করেন, কিছু খুব পছন্দ করেন আবার কিছু অপছন্দ করেন। সেই বিষয়টাকে আমি পজিটিভ ভাবেই দেখি।’ অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি আলোচিত প্রজেক্টটি নিয়ে ওঠা নানা অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন আরশ। তবে এই অভিনেতা কোনো দীর্ঘ যুক্তি-তর্কে জড়াতে চান না। বরং দর্শকদের প্রতি সম্মান জানিয়ে তিনি অঙ্গীকার করেছেন, আগামীতে গল্পের গুণমান এবং বিষয়বস্তু নির্বাচনে আরও বেশি সজাগ থাকবেন। তিনি জানান, আরশ খান টিমের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই এই প্রজেক্টের কোনো প্রমোশন করা হচ্ছে না। তবে একটি কাজ অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া একজন শিল্পীর একার সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। তাই এই অভিনেতা সংশ্লিষ্ট প্রযোজকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘আপনারা নিজেদের জায়গাটা পরিষ্কার রাখুন, আপনাদের অনুভূতি বা ভাবনা প্রকাশ করুন।’ দর্শকই তার শক্তি সবশেষে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন এক বার্তা দিয়েছেন আরশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত