ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

আমাকে একটু বাঁচতে সাহায্য করুন, তাহসানের আকুতি

আমাকে একটু বাঁচতে সাহায্য করুন, তাহসানের আকুতি

বিচ্ছেদের খবর সামনে আসার পর থেকেই আলোচনায় তাহসান খান। সামাজিক মাধ্যম, পত্রিকা সয়লাব এ সংক্রান্ত খবরে। সংবাদকর্মীদের ফোনকল সামলাতে হচ্ছে গায়ককে। যা মোটেই উপভোগ করছেন না। এমতবস্থায় চাইছেন একটু শান্তি। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তাহসান বলেন, ‘প্রচুর সংবাদ হচ্ছে। প্রচুর ফোন কল আসছে। আমি একটু শান্তি চাই, আমাকে একটু বাঁচতে সাহায্য করুন।’ এর আগে তাহসান জানিয়েছিলেন স্ত্রী রোজা আহমেদের সঙ্গে আলাদা জীবন যাপনের পর থেকে সময়টা কঠিন যাচ্ছে তার। সেসময় বলেছিলেন, গত সেপ্টেম্বরে আমি অস্ট্রেলিয়া ট্যুরে আসি। সেই ট্যুরের আগে থেকেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে দূরে রয়েছি। আমার সময় কাটছে একা ট্রাভেল করে। ঘোরাঘুরি করছি, এই। আর এই সময়ে আমার সঙ্গী বই। ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে।

২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে তিনি ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত