
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান বিন হাদিকে হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ সহ দেশের বিভিন্নস্থানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র- জনতা এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
গতকাল শনিবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। শহিদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলে যাওয়ার পর ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা আবার শাহবাগে অবস্থান নেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে থেকে শাহবাগ মোড়ে চলে যান ইনকিলাব মঞ্চের নেতারা। ওসমান বিন হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। গত শুক্রবার বাদ জুমা তারা শাহবাগে অবস্থান নেয়। সারা রাত তারা শাহবাগে অবস্থান করে। ওসমান হাদির কবর জিয়ারত করতে তারেক রহমানের আসা উপলক্ষে সকাল সাড়ে আটটার দিকে শাহবাগ মঞ্চ থেকে অবরোধ সরিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। তখন ইনকিলাব মঞ্চ জানিয়েছিল, তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে ফিরে গেলে তারা আবার শাহবাগে অবস্থান করবে। সরেজমিন দেখা গেছে, শাহবাগ মোড়ে শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন ইনকিলাব মঞ্চের নেতারা। এসময় ‘এ লড়াইয়ে জিতবে কারা, হাদির সৈনিকেরা’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদণ্ডজিন্দাবাদ’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ-ইনসাফ’, ‘তুমিও জানো, আমিও জানি, শাহবাগীরা হিন্দুস্তানি’সহ নানা স্লোগান দেন।
চট্টগ্রামেও অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চ : ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শনিবার বিকাল ৪টার পর তারা সেখানে জড়ো হন। এরপর লোক সমাগম বাড়তে থাকে। সন্ধ্যা ৬টার পরও সেখানে অবস্থান করে হত্যাকাণ্ডের বিচার দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা। গতকাল সন্ধ্যায় ইনকিলাব মঞ্চ চট্টগ্রামের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, ‘আমাদের অবস্থান কর্মসূচি চলছে। কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে, সে অনুযায়ী পরবর্তী সিন্ধান্ত নেব। কেন্দ্র থেকে যদি চালিয়ে যেতে বলে, তাহলে অবস্থান টানা চলবে। আমাদের একমাত্র দাবি হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচার। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। বিচার ছাড়া আর কোনো দাবি নেই।’
হাদি হত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ : শহিদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ছাত্র-জনতা। ‘কুষ্টিয়ার জনসাধারণ’-এর ব্যানারে শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কুষ্টিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে জড়ো হয়। সেখানে বসে প্রায় দেড় ঘণ্টাব্যাপী অবস্থান নেয় ছাত্র-জনতা। এতে কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় বিক্ষোভকারীরা ভারত বিরোধী ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং হাদি হত্যার সঙ্গে জড়িতদের কঠোর বিচার দাবি করেন। বিক্ষোভকারীরা মজমপুর গেটে ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘হাদি ভাই কবরে খুনি কেন বাহিরে,’ ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ স্লোগান দেন। বিক্ষোভকারীরা বলেন, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও হত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
হাদি হত্যার বিচারের দাবিতে রংপুরে কর্মসূচি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহিদ আবু সাঈদ চত্বরে তারা অবস্থান নেয়। কর্মসূচিতে বেরোবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শহিদ শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানান। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক রহমত আলী বলেন, শহিদ শরিফ ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদবিরোধী আন্দোলনের এক সাহসী কণ্ঠস্বর। তার হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিকে নয়, একটি আদর্শ ও প্রতিবাদী রাজনীতিকে দমনের অপচেষ্টা। অবিলম্বে এই হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। ইনকিলাব মঞ্চ বেরোবি শাখার আহ্বায়ক জাহিদ হাসান জয় বলেন, বীর শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার আজও না হওয়া আমাদের জন্য লজ্জার। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড আরও বাড়বে, যা আমরা আর হতে দেব না।
রাজশাহীতে অবস্থান : শহিদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শনিবার বিকেলে নগরের তালাইমারি মোড়ে শিক্ষার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে অংশ নেন। কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীদের অংশগ্রহণ করতে দেখা যায়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। এ সময় আন্দোলনকারীরা ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেন। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে রুয়েটের শিক্ষার্থী রেদোয়ান সিদ্দিকী বলেন, শহিদ হাদির হত্যাকারীরা ইতোমধ্যেই চিহ্নিত। দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের মুখ ওসমান হাদি গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করেন ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন তিনি।