ঢাকা সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এক বিশেষ সাক্ষাতে মিলিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

গতকাল রোববার সকালে অনুষ্ঠিত এ বৈঠকে দুই নেতা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চালচিত্র এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে বিগত গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখতে সব পক্ষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অন্যদিকে, নাহিদ ইসলাম একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জোটের কার্যক্রম জোরদার করার বিষয়ে তার অবস্থান ব্যক্ত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত