ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার সিদ্ধান্ত মেনে নেব না : জেলেনস্কি

ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার সিদ্ধান্ত মেনে নেব না : জেলেনস্কি

ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার কোনো সিদ্ধান্ত কখনও মেনে নেবেন না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমনকি ইউক্রেন নিয়ে দুই পরাশক্তির মধ্যে যে কোনো চুক্তিও প্রত্যাখ্যান করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এছাড়া ইউক্রেনকে বাদ দিয়ে রুশ প্রোসডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চুক্তি করা নিয়েও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কার্যত চ্যালেঞ্জ জানিয়েছেন জেলেনস্কি।

আনাদোলু জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট গত রোববার যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এমন যে কোনো চুক্তিকে প্রত্যাখ্যান করার প্রতিশ্রুতি দিয়েছেন যেটাতে ইউক্রেন অন্তর্ভুক্ত নয়। তার মতে, ইউক্রেনের সরাসরি অংশগ্রহণ ছাড়া কোনো বিশ্ব নেতাই ইউক্রেনের ভাগ্য নির্ধারণ করতে পারেন না।

জেলেনস্কি এনবিসি নিউজকে বলেন, ‘সুতরাং ইউক্রেন সম্পর্কে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কোনো সিদ্ধান্ত আমি কখনও মেনে নেব না। আমাদের জনগণ এবং আমাদের প্রাপ্তবয়স্ক ও শিশু এবং সবাই (এমন কিছু মানবে না)। এটা হতে পারে না, আমাদের বিরুদ্ধে ইউক্রেনে এই যুদ্ধ চলছে এবং এই যুদ্ধে আমাদের জনগণের প্রাণহানি হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘(ইউক্রেনকে দেয়া) সমস্ত সমর্থন, ইউক্রেনের বিষয়ে যুক্তরাষ্ট্রে ঐক্য, দ্বিদলীয় ঐক্য (এবং) দ্বিদলীয় সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু বিশ্বে এমন কোনো নেতা নেই যিনি আমাদের ছাড়া, আমাদের সম্পর্কে পুতিনের সাথে সত্যিই একটি চুক্তি করতে পারে।’

ইউক্রেনের সবচেয়ে বড় কৌশলগত অংশীদার যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে জেলেনস্কি বলেন, ‘আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আমাদের অভিন্ন পরিকল্পনা শেয়ার করতে প্রস্তুত।’ কিয়েভেরও ইউরোপের সমর্থন প্রয়োজন বলে জোর দিয়ে জেলেনস্কি বলেন, আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র, ইউরোপ, ইউক্রেন এবং রাশিয়ার থাকা উচিত।

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রত্যাহারের বিষয়ে কথা বলতে গিয়ে জেলেনস্কি বলেন, ‘যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বেরিয়ে গেলে রাশিয়ার ইউরোপ দখল করার ঝুঁকি ১০০ শতাংশ। সমস্ত ইউরোপ নয়। তারা সেই দেশগুলো দিয়ে শুরু করবে, যারা আমাদের বড় বন্ধু, আর ছোট দেশগুলো যেগুলো সোভিয়েত ইউনিয়নে ছিল সেগুলোও। তারা শুরু করবে এবং আমরা দেখব কী জবাব দেওয়া হয়।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত