সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া সৌদি আরবে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা বৈঠকে বসবেন। মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সৌদির যুবরাজ প্রকৃত শান্তি আনার চেষ্টা করছেন। সৌদি আরব কূটনৈতিক ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। আমরা তার প্রশংসা করছি। জেলেনস্কি জানিয়েছেন, যুবরাজ সালমানের সঙ্গে তার আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল, ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি দেয়ার বিষয়টি। তারা প্রতিরক্ষা, বিদ্যুৎ, পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ নিয়েও আলোচনা করেছেন। সৌদি আরবের সংবাদসংস্থা এসপিএ জানিয়েছে, বৈঠকে যুবরাজ সালমান ইউক্রেন সংকট কাটিয়ে শান্তি ফেরানোর জন্য আন্তর্জাতিক প্রয়াসের উপর জোর দিয়েছেন। এদিকে সৌদি আরবে মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরু হচ্ছে।