ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্রসিং পুনরায় চালু করা এবং যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ সরবরাহের অনুমতি দেয়ার জন্য ইসরাইলকে বেধে দেয়া সময়সীমা শেষ হওয়ার পর ইয়েমেন তার উপকূলীয় অঞ্চলে ইসরাইলি জাহাজগুলোকে লক্ষ্য করে আবার সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী গতকাল বুধবার ঘোষণা দিয়েছে যে, দেশটির আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল-মালিক আল-হুথির জারি করা একটি ডিক্রি অনুসারে হামলা শুরু হবে।
তেল আবিব ক্রসিংগুলো বন্ধ করে দেয়ার পর তা আবার চালু করার জন্য দখলদার ইসরাইলকে চার দিন সময় দিয়েছিলেন হুথি নেতা। সেই সময়সীমা এরইমধ্যে শেষ হয়ে গেছে কিন্তু ইসরাইল ত্রাণ সরবরাহের অনুমতি দেয়নি।