ভারতে ইসলামবিদ্বেষের ঘটনা বাড়ায় (ইসলামোফোবিক) গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। গতকাল শনিবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকত আলী খান এ উদ্বেগ জানান।
তিনি বলেন, ধর্ম-বিশ্বাস নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা ও অধিকার রক্ষায় ভারতের প্রতি আহ্বান জানাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের অভিযোগ, ভারতে মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্য, বৈষম্যমূলক আচরণ ও রাষ্ট্রীয় প্রশ্রয়ে পরিচালিত হামলা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ভারতের পহেলগাম এলাকায় একটি প্রাণঘাতী হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। ওই ঘটনার পর হিন্দু চরমপন্থিদের হাতে সংখ্যালঘু মুসলমানদের ওপর সহিংসতা আরও বাড়তে শুরু করে। এই ঘটনার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায়। চলতি মাসের শুরুতে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান-উমণ্ডমারসুস’ নামে একটি পাল্টা সামরিক অভিযান চালিয়ে ভারতের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। গত এক মাসে ভারতে মুসলিমবিরোধী ঘৃণার একাধিক ঘটনা সামনে এসেছে। দিল্লিভিত্তিক সংগঠন ‘অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস’-এর তথ্য অনুযায়ী, ২২ এপ্রিলের হামলার পর দেশজুড়ে কমপক্ষে ১৮৪টি ইসলামভীতিজনিত ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে তিনটি হত্যাকাণ্ড, শারীরিক হামলা, হুমকি, ভাঙচুর, গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন, হয়রানি এবং ঘৃণাত্মক বক্তব্যের বহু অভিযোগ রয়েছে। সংগঠনটির মতে, এর মধ্যে ১০০টিরও বেশি ঘটনার মূল প্ররোচনাই ছিল পহেলগাম হামলা।