ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

কিয়েভে রুশ হামলায় নিহত অন্তত সাত

কিয়েভে রুশ হামলায় নিহত অন্তত সাত

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে গতকাল সোমবার মধ্যরাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত সাতজন নিহত ও আরও অনেক আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেনকোর বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ক্লাইমেনকো জানান, বসতবাড়ি, হাসপাতাল, ক্রীড়া অবকাঠামোসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেন, নিহতদের মধ্যে অন্তত ছয়জন একটি বহুতল ভবনে মারা গেছে। এছাড়া শহরে আরও ১৯ জন আহত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত