ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাস আত্মসমর্পণ করে অস্ত্র ফেলে ও সব জিম্মি মুক্তি দিলে যুদ্ধ এক মুহূর্তেই শেষ হতে পারে।
তিনি জানান, ইরানে চালানো হামলা গাজায় ইসরায়েলের লক্ষ্য অর্জনে সহায়তা করছে, কারণ ‘ইরানি ভিত্তি ছাড়া হামাসের পুরো কাঠামো ভেঙে পড়ে’। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা থেকে শুরু হওয়া এই যুদ্ধে বর্তমানে গাজা উপত্যকায় হামাসের হাতে এখনও ৫০ জন জিম্মি রয়েছে। এর মধ্যে ৪৯ জন ৭ অক্টোবর অপহৃতদের অন্তর্ভুক্ত এবং একজন হলেন ২০১৪ সালে নিহত এক ইসরায়েলি সেনার লাশ। এদের মধ্যে অন্তত ২৮ জনের লাশ নিশ্চিত করেছে আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী)। ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে এবং আরও দুইজনের সুস্থতা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া ৬০ দিনের শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা অচলাবস্থায় রয়েছে। তবে হামাসের প্রতিক্রিয়াকে ইসরায়েল ‘অগ্রহণযোগ্য’ বলেছে, কারণ এতে যুদ্ধ পুনরায় শুরু করা কঠিন করে তুলবে এমন শর্ত ছিল। তবুও নেতানিয়াহু বলেন, ইসরায়েল এখনও মধ্যস্থতাকারীদের সঙ্গে সংলাপে আছে এবং ৬০ দিনের যুদ্ধবিরতির মাধ্যমে অর্ধেক জিম্মি মুক্ত করার লক্ষ্যে কাজ করছে। তিনি স্থায়ী শান্তির একটি পরিকল্পনার কথা জানিয়ে বলেন, ইসরায়েল আলোচনায় বসতে প্রস্তুত।