ঢাকা বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

‘গাজার চোরাবালিতে ইসরায়েল’

‘গাজার চোরাবালিতে ইসরায়েল’

একজন ইহুদি বিশ্লেষক বলেছেন নেতানিয়াহুর মন্ত্রিসভা গাজা এবং সেখানকার জনগণের সঙ্গে যুদ্ধে ব্যর্থ হয়েছে। পার্সটুডে আরও জানায়, হিব্রু ভাষার সংবাদপত্র মা’আরিভ গতকাল বৃহস্পতিবার ইহুদিবাদী সামরিক বিশ্লেষক আভি আশকেনাজির উদ্ধৃতি দিয়ে লিখেছে, গাজায় ৬২৮ দিনের যুদ্ধের পর এবং ১ হাজার ৯০০ জনেরও বেশি লোকের মৃত্যুর পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চরম পরাজয়ের সম্মুখীন হয়েছে। এদিকে ইরনা জানিয়েছে, আশকেনাজি জোর দিয়ে বলেছেন: ‘আমরা গাজা যুদ্ধে কোনও নির্দিষ্ট লক্ষ্য অনুসরণ করছি না এবং কার্যত একটি অচলাবস্থায় প্রবেশ করেছি। ইসরায়েল গাজায় জয়লাভ করছে না বরং তার চোরাবালিতে ডুবে যাচ্ছে।’ সাম্প্রতিক দিনগুলিতে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যাপক হতাহতের কথা উল্লেখ করে তিনি আরও বলেন: ‘শুধু এ মাসেই আমাদের ২০ জন সেনা নিহত হয়েছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত