পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর প্রতিরক্ষা ব্যয়ে জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করার সিদ্ধান্তে সমর্থন জানাবে তুরস্ক। আগামী দশ বছরে এই লক্ষ্যমাত্রা অর্জন করা হবে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির এক কর্মকর্তা বলেছেন, প্রতিরক্ষা ব্যয়ের অঙ্গীকার অনুযায়ী তুরস্ক ইতোমধ্যে দুই শতাংশ করে অর্থ প্রদান করে আসছে। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম বাহিনী হিসেবে তুরস্ক জোটের শীর্ষ পাঁচ অবদানকারীর মধ্যে অন্যতম। গত বুধবার ন্যাটোর বৈঠকে এর সদস্যরা আগামী দশ বছরে প্রতিরক্ষা বাজেট তাদের জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করতে সম্মত হয়।