গাজায় অব্যাহত হামলা সত্ত্বেও ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত না করার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তীব্র সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গত বৃহস্পতিবার ব্রাসেলসে ইইউ কাউন্সিলের বৈঠকের আগে তিনি বলেন, ‘ইউক্রেন এবং ইউরোপের বিরুদ্ধে আগ্রাসনের জন্য রাশিয়ার ওপর ১৮টি নিষেধাজ্ঞা প্যাকেজ পাস করা হয়েছে। কিন্তু ইসরায়েলের সঙ্গে অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করতেও সক্ষম হয়নি, যখন তারা মানবাধিকারের ধারা ২ স্পষ্টভাবে লঙ্ঘন করছে।’ গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্পেন এবং আয়ারল্যান্ড প্রথমে চুক্তিটি পর্যালোচনার জন্য ইইউ’র ওপর চাপ দেওয়া শুরু করে। তবে মে মাসে নেদারল্যান্ডসের উদ্যোগের পরেই ব্লকটি চুক্তিটি পর্যালোচনা করতে সম্মত হয়। গত সোমবার ব্লকের পররাষ্ট্রমন্ত্রীরা পর্যালোচনার প্রতিক্রিয়া জানাতে একত্রিত হন। তবে বৈঠকের পর ব্লকের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস আপাতত চুক্তি স্থগিত করার সম্ভাবনা নাকচ করে দেন। তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য হলো স্থলভাগের পরিস্থিতি পরিবর্তন করা। যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে আমরা আরও পদক্ষেপ নিয়ে আলোচনা করতে পারি এবং জুলাই মাসে ফের একত্রিত হতে পারি।’ তবে সানচেজ বলেন, ‘এটা স্পষ্ট যে ইসরায়েল চুক্তির অধীনে তার মানবাধিকারের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ইইউ’র আর দেরি করা উচিত না।’